Google user now can login google account using their fingerprint

Google user now can login google account using their fingerprint   


রিসেন্টলি গুগল অ্যানাউন্স করেছে যে, এখন থেকে ইমেইল ও পাসওয়ার্ড এর পরিবর্তে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এর মধ্যে গুগল অ্যাকাউন্টের সাহায্যে লগ ইন করা যাবে সব ধরণের ওয়েবসাইট ও অ্যাপে৷
গুগলের দাবি, এই টেকনােলজিতে ক্রিপ্টোগ্রাফি প্রুফ।
ব্যবহার হওয়ায় এটা সম্পূর্ণ নিরাপদ।

তবে,যারা গুগল একাউন্টের (জিমেই) পাসওয়ার্ড মনে রাখতে পারেন না তাদের জন্য এটি হতে পারে ভালো একটি সমাধান।

গুগলের এই নতুন ফিচারটির কারণে আমরা অনেকটাই উপকৃত হবো আর অনেকে হয়তো এতে সাচ্ছন্দ্যবোধ করবেন। কিন্তু একটু স্মৃতিটাকে নাড়িয়ে দেখুন তো, আমরা ঘুরেফিরে সেই আগের সময়টাতেই ফিরে যাচ্ছি কি না?

আগের সময়ে মানুষ জমি ক্রয় বিক্রয়সহ অনেক কাজেই নিজের আঙ্গুলের ছাপকে ব্যবহার করতো। প্রযুক্তির উন্নয়নের সাথে সাথে আমরা সিম রেজিষ্ট্রেশন কিংবা ফোন আনলক করাসহ অনেক কাজেই এই ফিঙ্গারপ্রিন্টকে ব্যবহার করছি। 
কিন্তু আমরা ভুলে গেছি যে, আগের সময়েও অনেক কাজেই এই ফিঙ্গারপ্রিন্টকে ব্যবহার করতাম। তাহলে ঘুরেফিরে আগের সময়েই আমরা ফিরছিনা তো?

যেকারণে আমি জোক করে বলে থাকি প্রযুক্তির এই যুগে ঘুম হইতে সাবধাণ। কারণ আপনি ঘুমিয়ে পড়লেন আর সেই সময়ে আপনার আঙ্গুলকে কাজে লাগিয়ে গুগল একাউন্টে কেউ এক্সেস নিয়ে নিল😀


  • পরিশেষে একটা কথাই বলবো, সবকিছুরই একটা ভালো দিক আছে আবার খারাপ দিকও আছে।গুগলের এই নতুন উদ্ভাবনকে অনেকে ভালো চোখে দেখছে আবার কেউ খারাপ চোখেও দেখছে।

বাই দ্য ওয়ে, এখানে আমি নিজের মত করে বিষয়টি বলার চেষ্টা করেছি। এতে আমার উপর কেউ রাগান্বিত কিংবা কারো হাসি পেলে আমি দ্বায়ী থাকবো না।         
   


No comments

Featured Post

ঘুরে আসবেন নাকি ডার্ক ওয়েবসাইটের জগতে? এই যে ডার্ক সাইট নিয়ে কতোকথা তাতে আপনার মনে কি ইচ্ছা জাগে না? আবার ঐ যে ব্লু হোয়েল নাকি ডার্ক সাইটে ...

Powered by Blogger.