DIY- মিনি F.M ট্রান্সমিটার
মিনি এফএম ট্রান্সমিটার
আপনি তো রেডিও ফুর্তিতে ভূত এফএম শুনেছেন।তো কেমন হয় যদি আপনার পকেটেই এমন একটা মিনি রেডিও স্টেশন থাকে,তাও আবার মাত্র ত্রিশ টাকার ভেতরে?আসলে এফএম ট্রান্সমিটার হলো এক প্রকার রেডিও প্রেরক যন্ত্র যা নিদিষ্ট এফএম ফ্রিকুয়েন্সিতে অডিও ট্রান্সফার করতে সক্ষম। এটি খুবই একটি সহজ সার্কিট যা আপনি ডায়াগ্রাম দেখে নিজেই তৈরি করতে পারবেন।আপনি সরাসরি সোল্ডারিং আয়রন ব্যবহার না করে মোটা কাগজ কিংবা হার্ডবোর্ড অথবা ভেরোবোর্ড ব্যবহার করুন,যাতে বিদ্যুৎ হতে দূর্ঘটনা না ঘটে।কমেন্টে সার্কিট ডায়াগ্রাম এর পিক দেওয়া হলো, আপনার বুঝতে প্রবলেম হলে প্রশ্ন করতে পারেন।
#Mak_Azad
আপনি তো রেডিও ফুর্তিতে ভূত এফএম শুনেছেন।তো কেমন হয় যদি আপনার পকেটেই এমন একটা মিনি রেডিও স্টেশন থাকে,তাও আবার মাত্র ত্রিশ টাকার ভেতরে?আসলে এফএম ট্রান্সমিটার হলো এক প্রকার রেডিও প্রেরক যন্ত্র যা নিদিষ্ট এফএম ফ্রিকুয়েন্সিতে অডিও ট্রান্সফার করতে সক্ষম। এটি খুবই একটি সহজ সার্কিট যা আপনি ডায়াগ্রাম দেখে নিজেই তৈরি করতে পারবেন।আপনি সরাসরি সোল্ডারিং আয়রন ব্যবহার না করে মোটা কাগজ কিংবা হার্ডবোর্ড অথবা ভেরোবোর্ড ব্যবহার করুন,যাতে বিদ্যুৎ হতে দূর্ঘটনা না ঘটে।কমেন্টে সার্কিট ডায়াগ্রাম এর পিক দেওয়া হলো, আপনার বুঝতে প্রবলেম হলে প্রশ্ন করতে পারেন।
#Mak_Azad
No comments