Boost Facebook Page Like
এইতো কিছুদিন আগের কথা, এক বন্ধুকে রিকুয়েষ্ট করেছিলাম দোস্ত আমার পেইজে একটা লাইক দিস। কিন্তু কি আর করার। অন্য দশজন মানুষের মতো সে_ও ভাবলো (আসছেন এবার আরেকজন পেইজ খুলতে!)
অনলাইন জগতে আসা আমার খুব একটা বেশিদিন হয়নি। এখানে এসে হাজারো মানুষের সাথে পরিচিত হয়েছি।তাদের চিন্তা ভাবনা বোঝার চেষ্টা করেছি।হাজারো অপরিচিত মানুষের সাথে কথা বলেছি। এখনও অনেক অপরিচিত মানুষ ইনবক্সে এসে Hi, Hello বলে। (এতে আমি নিজেকে গর্বিত মনে করি না, এটা আপনার সাথেও হয়)
ও, কি যেনো বিষয়ে কথা বলছিলাম? মনে পড়ছে, ফেইসবুক পেইজ নিয়ে।
ফেইসবুকে আমার মতো অনেকে এসে চিন্তা করে একটা ফেইসবুক পেইজ খুললে কেমন হয়? যেই চিন্তা সেই কাজ। এরপর ধীরে ধীরে তারা অপেক্ষা করে কখন তাদের পেইজে এক হাজার ফলোয়ার হবে।
দিন যায়, রাত যায়, বছরের পর বছর যায়। কিন্তু লাইক ১০০ এর উপরে উঠানো আর সম্ভবপর হয় না। আসলে এটা তারা বুঝতে পারেনা ফেইসবুক পেইজ ইউটিউবের মতো নয়। বুঝলাম না ভাই???
ওকে বলছি, ইউটিউব চ্যানেলে যখন আমরা কোনো ভিডিও আপলোড করি তখন সেই ভিডিওটা ইউটিউব নিজে সাজেস্টেড ভিডিওতে নিয়ে যায়। কিন্তু ফেইসবুকের সিস্টেম এমনটা নয়। জনপ্রিয় নামের ফেইসবুক পেইজ ছাড়া অটোমেটিক লাইক পাওয়া কখনও সম্ভব নয়।
তাহলে কি করবো?
প্রথমে আপনার বন্ধুদের ইনভাইট করবেন। ও হ্যা বলতে ভুলেই গেছিলাম যে, আমার যেসব বন্ধুদের ইনভাইট করেছিলাম তাদের মধ্যে হাতেগোনা কয়েকজন ছাড়া অনেকেই লাইক দিয়েছিলো না। যেকারণে, আমাদের মন খারাপ করলে চলবে না।
দ্বিতীয়ত, এমনসব ফেইসবুক গ্রুপে আপনার পোস্টটি শেয়ার করতে হবে যেখানকার মেম্বাররা আপনার পোস্টটি পড়বে। বিষয়টা এমন, আপনার পেইজ যদি টেকনোলজি রিলেটেড হয় তাহলে টেক রিলেটেড গ্রুপেই আপনার পোস্টটি শেয়ার করতে হবে। আজকে কিছুটা আর্টিকেল লিখলাম। এ বিষয়ে ভালো সাড়া পেলে পরবর্তীতে আরও লিখবো।
এরকম ধৈর্যের সাথে কষ্ট করে আমার পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ। আজকে এ পর্যন্তই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।
অনলাইন জগতে আসা আমার খুব একটা বেশিদিন হয়নি। এখানে এসে হাজারো মানুষের সাথে পরিচিত হয়েছি।তাদের চিন্তা ভাবনা বোঝার চেষ্টা করেছি।হাজারো অপরিচিত মানুষের সাথে কথা বলেছি। এখনও অনেক অপরিচিত মানুষ ইনবক্সে এসে Hi, Hello বলে। (এতে আমি নিজেকে গর্বিত মনে করি না, এটা আপনার সাথেও হয়)
ও, কি যেনো বিষয়ে কথা বলছিলাম? মনে পড়ছে, ফেইসবুক পেইজ নিয়ে।
ফেইসবুকে আমার মতো অনেকে এসে চিন্তা করে একটা ফেইসবুক পেইজ খুললে কেমন হয়? যেই চিন্তা সেই কাজ। এরপর ধীরে ধীরে তারা অপেক্ষা করে কখন তাদের পেইজে এক হাজার ফলোয়ার হবে।
দিন যায়, রাত যায়, বছরের পর বছর যায়। কিন্তু লাইক ১০০ এর উপরে উঠানো আর সম্ভবপর হয় না। আসলে এটা তারা বুঝতে পারেনা ফেইসবুক পেইজ ইউটিউবের মতো নয়। বুঝলাম না ভাই???
ওকে বলছি, ইউটিউব চ্যানেলে যখন আমরা কোনো ভিডিও আপলোড করি তখন সেই ভিডিওটা ইউটিউব নিজে সাজেস্টেড ভিডিওতে নিয়ে যায়। কিন্তু ফেইসবুকের সিস্টেম এমনটা নয়। জনপ্রিয় নামের ফেইসবুক পেইজ ছাড়া অটোমেটিক লাইক পাওয়া কখনও সম্ভব নয়।
তাহলে কি করবো?
প্রথমে আপনার বন্ধুদের ইনভাইট করবেন। ও হ্যা বলতে ভুলেই গেছিলাম যে, আমার যেসব বন্ধুদের ইনভাইট করেছিলাম তাদের মধ্যে হাতেগোনা কয়েকজন ছাড়া অনেকেই লাইক দিয়েছিলো না। যেকারণে, আমাদের মন খারাপ করলে চলবে না।
দ্বিতীয়ত, এমনসব ফেইসবুক গ্রুপে আপনার পোস্টটি শেয়ার করতে হবে যেখানকার মেম্বাররা আপনার পোস্টটি পড়বে। বিষয়টা এমন, আপনার পেইজ যদি টেকনোলজি রিলেটেড হয় তাহলে টেক রিলেটেড গ্রুপেই আপনার পোস্টটি শেয়ার করতে হবে। আজকে কিছুটা আর্টিকেল লিখলাম। এ বিষয়ে ভালো সাড়া পেলে পরবর্তীতে আরও লিখবো।
এরকম ধৈর্যের সাথে কষ্ট করে আমার পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ। আজকে এ পর্যন্তই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।
No comments