Chats in Facebook Groups Are Going Away
সাম্প্রতিক সময়ে ফেইসবুকের একটি নোটিশ অনেকের মেসেন্জারে দেখাচ্ছে।
"Chats in Facebook Groups Are Going Away
On August 22, your chats from Facebook Groups will become read only. You can still view them in Messenger anytime."
এই নোটিশটির কারণে অনেকে কনফিউশনে আছে।অনেকে মনে করছে তারা তাদের বন্ধুদের সাথে মেসেন্জারে যে গ্রুপ চ্যাটিং করতে পারত, তা হয়তো আর পারবেনা। ফেইসবুকের এই নতুন নোটিশটি সবার বোধগম্য না হওয়ায় হয়তো এ নিয়ে তাদের মধ্যে কনফিউশন তৈরী হয়েছে।
___________ ___________ _________ _________
আপনি নোটিশটি আরেকবার যদি ভালোভাবে পড়ে দেখেন তাহলে সেখানে পরিষ্কারভাবে বলা আছে ফেইসবুক গ্রুপ 'চ্যাট' ফিচারটির কথা, মেসেন্জারের গ্রুপ চ্যাটের কথা নয়।
এখানে হেডলাইনে বলা হচ্ছে, ফেইসবুক গ্রুপের 'চ্যাট' (ফিচারটি) বন্ধ হতে যাচ্ছে।
আবার ফেইসবুক ব্লগেও একই কথা বলা হচ্ছে।সেখানে স্পষ্টভাবে "ফেইসবুক গ্রুপের নিচে" দাগ দিয়ে বলা হয়েছে- "আমরা ফেইসবুক গ্রুপ চ্যাট (ফিচারটি) লন্চ করেছিলাম,যেখানে তারা গ্রুপের মেম্বারদের সাথে রিয়েল টাইম কমিউনিকেশন করতে পারতো। যেটা আর থাকছেনা।"
ছবি দুটো যদি ভালোভাবে লক্ষ্য করেন তাহলেই বিষয়টি বুঝতে পারবেন। ফেইসবুক গ্রুপে 'চ্যাট' নামে একটি অপশন থাকে।চাইলে আপনি আপনার গ্রুপের বন্ধুদের সাথে মেসেন্জারে চ্যাটিং করতে পারতেন। আর এই ফিচারটিকেই ফেইসবুক বন্ধ করতে যাচ্ছে।
তবে বিষয়টিকে অনেকে অন্যভাবে ব্যাখা করেছেন:-
--------
"কিছু নিউজ সাইটের পোস্ট দেখে অনেকেই ভুল ধারনা পাচ্ছেন, আসলে গ্রুপ চ্যাট বন্ধ হবে না, গ্রুপের মেম্বাররা (যারা একে অপরের ফ্রেন্ড না) একসাথে চ্যাট করতে পারবে না আর।"
আর্টিকেলটি আমি নিজের মত করে লিখার চেষ্টা করেছি।আর এর সঠিক সত্যতা ২২ আগষ্টে দিনই মিলবে।
বিষয়টি আরো ভালোভাবে জানতে "ফেইসবুক ব্লগ" পড়ুন-
https://web.facebook.com/community/education/blog/facebook-group-chat-removal?_rdc=1&_rdr
Thanks.
ReplyDelete