Android 10-এ ১৯৩ নিরাপত্তা ত্রুটি ফিক্স করবে গুগল

এখন থেকে এন্ড্রয়েডের নামকরণে আর থাকছেনা কোনো মিষ্টান্নের নাম। গুগলের পরবর্তী ভার্সনের নাম 'অ্যান্ড্রয়েড ১০'.  গুগলের ১০ বছর পূর্তিতে এমন ধরণের নামকরণ করবে গুগল।

অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে রয়েছে মােট ১৯৩ নিরাপত্তা ত্রুটি,যা কাজে লাগিয়ে হ্যাক করা সম্ভব যেকোনো স্মার্টফোন।
তবে গুগল কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে, আপকামিং Android 10 ভার্সনে ফিক্স করা হবে এই ১৯৩টি নিরাপত্তা ত্রুটি, যার ফলে শতভাগ নিরাপদ হবে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম।।

No comments

Featured Post

ঘুরে আসবেন নাকি ডার্ক ওয়েবসাইটের জগতে? এই যে ডার্ক সাইট নিয়ে কতোকথা তাতে আপনার মনে কি ইচ্ছা জাগে না? আবার ঐ যে ব্লু হোয়েল নাকি ডার্ক সাইটে ...

Powered by Blogger.