ঘুরে আসবেন নাকি ডার্ক ওয়েবসাইটের জগতে? এই যে ডার্ক সাইট নিয়ে কতোকথা তাতে আপনার মনে কি ইচ্ছা জাগে না? আবার ঐ যে ব্লু হোয়েল নাকি ডার্ক সাইটে খেলা হতো তাহলে সেই সাইট আসলে কতোটা অন্ধকার? চলুন এক চিলতে আলোক মোমবাতি হাতে হাতে সেই অন্ধকার হতে আজ রাতেই ঘুরে আসি...যাবেন তো? [Android Process]
কমেন্টে প্রসেস বলে দেওয়া হলো...
Step:1 সবার আগে গুগল কিংবা গুগল প্লে স্টোর হতে Orbot এপ্সটি ডাউনলোড কিংবা ইনস্টল করে নিন।কারো নিকট apk ফরম্যাটে ফাইল থাকলে তা আপডেট করে নিতে পারেন(যদি আপডেট চাই)।তবে লেটেস্ট ভার্সনটি ব্যবহার করায় শ্রেয়।

Step 2: Orbot ওপেন করে Apps Vpn Mode অন করে নিন

Step 3: এবার আপনি যেই ব্রাউজারটি দিয়ে ডার্ক সাইটে ঢুকতে চান সেটি সিলেক্ট করে নিন।যেমনি আপনি গুগল ক্রোম সিলেক্ট করে নিতে পারেন।পারমিশন চাইলে Active/ok দিয়ে কনফার্ম করুন। এবার দেখবেন ভিপিএন এক্টিভ হয়ে গিয়েছে আর আপনি হয়ে গিয়েছেন এনোনিমাস! এনিওয়্যে এবার এপ্সটি মিনিমাইজ করে আপনার সিলেক্ট করা ব্রাউজারে ঢুকুন এবং যেকোন একটি ডার্ক লিংক দিয়ে এন্টার করুন...ওয়াও এবার আপনি ডার্ক ওয়েবসাইটে অনায়েসেই প্রবেশ করতে পারছেন। লিংক কোথায় পাবেন? আরে বাপু, একটু গুগল সার্চেই আপনি ওমন হাজার হাজার ডার্ক লিংক পাবেন। আচ্ছা,ঠিক আছে পরের কমেন্টে আমিই এমনি একটি লিংক দিয়ে দিবো যা হতে ডার্ক সাইটের সবকিছুই পাবেন..হুমম? আর হ্যা,ডার্ক সাইট হতে কিন্তু আপনি চাইলে স্ক্রিনশটও আদায় করে রাখতে পারবেন:-)

Step4: Dark Link> bznjtqphs2lp4xdd . onion লিংকের স্পেস এভোয়েড করবেন

Credit: #Mak_Azad.

No comments

Featured Post

ঘুরে আসবেন নাকি ডার্ক ওয়েবসাইটের জগতে? এই যে ডার্ক সাইট নিয়ে কতোকথা তাতে আপনার মনে কি ইচ্ছা জাগে না? আবার ঐ যে ব্লু হোয়েল নাকি ডার্ক সাইটে ...

Powered by Blogger.