কেন OPPO F7 28.5K টাকাতে খারাপ?
এই ফোন এ প্রবলেম কি?

এর নাম OPPO এই জন্য কি খারাপ?

এ বিষয়ে সবচেয়ে বেশি অভিযোগ এই যে, এই ফোনে মিডিয়াটেক প্রসেসর থাকা, USB TYPE-C এবং ফাস্ট চার্জিং না হওয়া ।

এছাড়া ,
F7 এ ডুয়াল ক্যামেরা নেই, পিছনের সিংগেল ক্যামেরা এভারেজের কাতারে, 4K রেকর্ডিং নেই, ভিডিওগ্রাফির ক্ষেত্রে EIS নেই, মিডিয়াটেকের কারণে গেমিং পারফর্মেন্স যে খুব বেশি পাওয়া যাবে সেটাও ধারণা করা ভুল ,

এত দামি সেটে ফাস্ট চার্জিং নেই, ফিউচারে তেমন বড়সড় কোন আপডেট পাবেন না, আর সাথে থাকছে প্লাস্টিক বডির নচ।

কিন্তু মানতেই হবে যে ক্যামেরার দিক দিয়ে অসাধারণ পারফরমেন্স দেখিয়েছে ফোনটি!

-আপনাদের মন্তব্য

No comments

Featured Post

ঘুরে আসবেন নাকি ডার্ক ওয়েবসাইটের জগতে? এই যে ডার্ক সাইট নিয়ে কতোকথা তাতে আপনার মনে কি ইচ্ছা জাগে না? আবার ঐ যে ব্লু হোয়েল নাকি ডার্ক সাইটে ...

Powered by Blogger.