#Dark_Web_কি?

অনেক দিন থেকেই অনেকের মুখে শুনি
( যারা নেট পাগল মানুষ আরকি ) ডার্ক ওয়েব,
ডিপ ওয়েব। আগ্রহ জাগাটাই স্বাভাবিক।সো আমিও পা দিলাম ডার্ক ওয়েবে।ঘটনা কদিন আগের।মাথাতে ঘুরতেছে ডার্ক ওয়েব। সো একজন নেট ফ্রিক যা করে, শুরু করলাম গুগল কে সাথে নিয়ে। প্রথমেই জিনিষ টা কি তা খুজা শুরু করলাম।
উত্তর পেতে বেগ পেতে হলো না।

ডার্ক বা ডিপ ওয়েব কি ?

যে সকল সাইট জনসাধারনের জন্য উন্মুক্ত না,যেগুলোর ক্রিয়েটর বা প্রতিষ্ঠাতা রা চান না সাইট গুলো কেউ সার্চ করে খুজে পাক সেগুলো কেই ডীপ ওয়েব বলে।

এটা সাধারন ভাষায়, আরেক টু ভিতরে গেলে বোঝা যায় যে সকল সাইট বা অনলাইন কনটেন্ট কে লুকিয়ে রাখা হয় সার্চ ইঞ্জিন বা আপনার আমার মত সাধারন মানুষ থেকে সেগুলোকেই ডার্ক ওয়েব বলে।

এখানে কি হয় ?

কি হয় খুজতে যেয়ে তো আমার মাথা নষ্ট হবার যোগার হইলো ভাই। যা কিছুকে রক্ষা করা হয় কপিরাইট দিয়া সবি এখানে পাওয়া যায়। পাওয়া যায় ড্রাগস, আর্মস, এমন কি খুনি !!!!!!!
আপনি ভুল শোনেন নাই, আমি ঠিক ই বলছি, একটা বিজ্ঞাপন দেখলাম একজন মুখস পড়া ব্যক্তি, হাতে একটা ভয়ানক ছোরা নিয়ে ছবি দিয়ে রাখছে, ক্যাপশন " I Can Kill Anyone For Money" ।

আরেক বিজ্ঞাপন দেখলাম ইরাক যুদ্ধে ব্যাবহৃত শটগান !
বিক্রি করতে চাচ্ছে, তাও ওদের ভাষায়
Cheap Rate এ !!!!!!!!
নানা রকম হ্যাকিং টিউটোরিয়াল,বিভিন্ন পাইরেটেড টুলস কি নাই।

থামি, আগে বুঝায় বলি ডিপ ওয়েব জিনিষ টা
কি।
অনলাইনে যা কিছু আছে তার পরিমান কল্পনা করা আমার ধারনার বাইরে, এর মধ্য কিছু লিখে সার্চ করলে যতগুলো আসবে তা ঘেটে দেখতে গেলেই আমার কবছর লাগবে নিজেও জানি না.. বাট মজার বিষয় হলো মোট তথ্য বা ফাইলের শতকরা ১% নাকি আমরা দেখতেছি।

বাকি ৯৯% ই লুকানো অবস্থায় থাকে। এগুলোই ডার্কওয়েবের জিনিষ পত্র আরকি। আসেন উদাহারন দেই এই ছবিটায় বেশ সুন্দর করে বুঝানো আছে। একেবারে উপরে লেভেল ০ যা সাধারন ইন্টারনেট ব্যাবহারকারীরা দেখতে পান।

লেভেল ১ এ থাকে ওয়েবসাইট হোস্টিং বা
Mysql ডাটাবেস এর মত ব্যাপার গুলো। যারা ওয়েবসাইট সম্পর্কে জানেন তারা বুঝবেন , একটা ওয়েবসাইটের পেছনে কি থাকে তা
সাধারন ব্যাবহারকারীদের জানার কথা না।

এখানে রাখা হয় ফাইল গুলো, । কিন্তু ভাই, ওয়েব হোস্টিং এর ব্যাপার গুলো ডার্ক ওয়েব হয়
কিভাবে ?
ধরেন আপনার একটা সাইট আছে, সো সাইটের কন্ট্রল প্যানেল আছে। এখন একবার চিন্তা করেন কেউ সার্চ করেই যদি সে এ্যাড্রেস পেয়ে যায়, তাহলে তার জ্ঞ্যান থাকলে লগিন ইউজার নেম পাস বের করা খুব কঠিন কিছু
না । এজন্য এগুলোকে লুকিয়ে রাখা হয়।
এভাবে আস্তে আস্তে যত নিচের দিকে নামবেন তত গোপন আর রক্ষিত তথ্য পেতে
থাকবেন।

এখনো বুঝেন নাই ?
ভাই রে, আপনার খাটের তলায় ইট দেয়া না লোহা দেয়া তা তো আমার জানার কথা না, সেটা তো থাকে ঢাকা, সেটারে দেখতে হলে আমারে বিছানার পর্দা ওঠাতে হবে । তেমনী ধরেন আমেরিকার একটা সাইট আছে, যেটাতে বিমান
বাহিনীর বিভিন্ন মিসাইলের তথ্য, কেমনে ব্যাবহার করা হবে, কই ফেলা যাবে,
এসব রাখা আছে।

আমেরিকান সরকার কি চাবে যে কেউ খুজে
পাক সেই তথ্য ?
উহু, সেটারে রাখা হবে অন্ধকারে, বা ডার্ক ওয়েবে। বুঝছেন ?

খারাপ দিকঃ
বেয়াইনী জিনিষ পত্র অনেক টা খোলাখুলি ভাবেই রাখা এখানে। চিন্তা করতে পারেন অস্ত্র, বোমা বানানোর সিস্টেম, মাদক দ্রব্য সব যদি অনলাইনে কিনেই নিতে পারেন, তাহলে অবস্থা কি ভয়ানক হবে ?

খুব সুরক্ষিত তথ্য বা কপিরাইট প্রটেক্টেড
অনেক কিছুই এখানে পাওয়া সম্ভব। কম্পানীর কিছু করার নাই, কার নামে মামলা
করবে ? এটা ডিপ ওয়েব। ভাইরাসের ঘাটি।

এখানে যারা কাজ করেন মোটামুটি সবাই
খুব উচু মানের প্রোগামার, সো এদের
ক্ষমতা খুবি বেশী। আপনার অজান্তে আর আপনি অসতর্ক থাকা মানে কখন আপনার
পুরো কম্পিঊটার তারা নারাচারা করবে আপনি টের ই পাবেন না। ধোকা রাস্তা তো পাইলাম, ঢুকবো কোন এ্যাড্রেস এ ?

ডার্কওয়েবে আমাদের পরিচিত সহজ .com or
.bd এর মত নাম গুলো ব্যাবহার করা হয় না, ব্যাবহার করা হয় না .com .net ডোমেইন । এখানের সব যেহেতু লুকিয়ে রাখা, সো আন্দাজ করে কোন সাইটে ঢোকা অসম্ভব অনেক ক্ষেত্রেই। ব্যাবহৃত হয় .onion নামে ডোমেইন,

সাইট গুলোর এ্যাড্রেস হয় bnktdbea442afcu jasye.onion এরকম । বুঝেন ঠ্যালা ! ( Onion মানে পেয়াজ , পেয়াজের মত অনেক আস্তরনে
লুকিয়ে রাখা হয় বলে এমন নাম সম্ভবত ) দরকারী দিকঃ সরকারী গোপন তথ্য
রাখতে সাহায্য করে। তবে জুলিয়ান এ্যাসেঞ্জের মত কেউ যদি আপনার পেছনে লাগে তাহলেই হবে কাজ।

গোপনীয়তা বজায় রাখতে কোন বিকল্প
নাই। ওয়েবসাইট এর পেছনে যারা কাজ করেন, তারা তো জানেন ই সাইটের ব্যাকএ্যান্ড লুকানো রাখা টা কতটা জরুরী।

ভালো দিকঃ
চড়ম কিছু পাওয়া যায় মাঝে মাঝে। যাদের শেখার আগ্রহ আছে, হ্যাকিং, প্রোগামিং, টিপস, এ সম্পর্কে অঢেল লেখা, তাও সেরা মানের প্রোগামার দের। আপনাকে সুধু জানতে হবে কই পাওয়া যায়। বাট শুরুতে যে ধাক্কাটা খাইছি, বেশির ভাগ আর্টিকেল স্প্যানিশ ভাষায় লেখা। গুগল ট্রান্সলেটর আছে না আমাদের এখন ?

একটা সেকটর যা সম্পর্কে আমরা তেমন কিছুই জানি না, এত বড় যে আমাদের কল্পনার বাইরে।
এখন আমি একটু বলি।
আমার ইচ্ছে আছে ডার্ক ওয়েবের বিভিন্ন দিক, কিভাবে কি, কোথায় কি এ নিয়ে বিস্তারিত ধারাবাহিক ভাবে লেখার। অনেকেই হয়তো বলবেন আমাদের জন্য এগুলো না, বাট জানতে হলে কোন বিকল্প নাই, আর জ্ঞ্যান আপনি
কিভাবে ব্যাবহার করবেন সেটা তো আপনার ব্যাপার,অন্য দিকে এই এম এস ওয়ার্ড দিয়েই কেউ ভুয়া রিপোর্ট লিখে যুদ্ধ বাধিয়ে দিতেছে হয়তো । সো জ্ঞ্যান ইজ জ্ঞ্যান, আর ইন্টারনেটে কোন কিছুই কারো নিজের মধ্য রেখে দেয়ার
জিনিষ না।

খুব ভয়ানক ব্যাপার না জানলে, সো নিজে থেকে এখনী কিছু চেষ্টা করিয়েন না যদি না আপনার যথেষ্ট জ্ঞ্যান থাকে এ ব্যাপারে।

ও হ্যা, একটা ব্যাপার, ডার্কওয়েবে টর্চ নামে একটা সার্চ ইঞ্জিন ও আছে। এগেইন বলতেছি, খুব সেন্সিটিভ কিছু, সো না জেনে না হাতানোই ভালো। সাধারন ব্রাউজার দিয়ে চেষ্টা করে লাভ নাই, ঢোকে না, সব চেষ্টাই শেষ আমার। এই সাইটে প্রবেশ করতে পারেন শুধু মাত্র একটা ব্রাউজারের মাধ্যমে আর তা হলো "Tor
Browser"

Continuing.....

No comments

Featured Post

ঘুরে আসবেন নাকি ডার্ক ওয়েবসাইটের জগতে? এই যে ডার্ক সাইট নিয়ে কতোকথা তাতে আপনার মনে কি ইচ্ছা জাগে না? আবার ঐ যে ব্লু হোয়েল নাকি ডার্ক সাইটে ...

Powered by Blogger.