Auto follower:----
.
.
.
অটো ফলোয়ার সেলিব্রেটি হওয়ার এক
অনন্য পদ্ধতি। আজকাল বিভিন্ন
ধরণের সাইট পাওয়া যায় যেমন: U-
follow, storms, আরোও অনেক।
কিন্তু এসবই থার্ড পার্টি। তাই
গোলযোগ থাকবেই। আজ একটা অটো-
ফলোয়ারের ট্রিক্স দিব।


শর্তসমুহ:-
যেহেতু সবই থার্ড পার্টি তাই কোন
ভরসা নেই। সাধারণ সমস্যা হতে পারে।
তবে মেজর প্রবলেম হবে না।

১/ প্রথমে আপনার ফলোয়ার সেটিংস
পাবলিক করে দিন।
.
২/ প্রথমে একটি সাইটে যান
wefbee. com, এই সাইটটা
নিরাপদ বলে মনে করি।
.
৩/ সাইটে যাওয়ার পর "click
here" অপশনটি খুজুন। ক্লিক করুন।
.
৪/ এরপর "Enter your
username/mobile no/ e-
mail" এই লেখার নিচে একটা বক্স
দেখতে পাবেন সেখানে আপনার ফেসবুক
আইডির মোবাইল নাম্বার বা ই-মেইল
দিন। "Enter your app
password" এখানে আপনি আপনার
আইডির পাসওয়ার্ড দিন। নিচে একটি
লেখা দেখতে পাবেন "login
facebook" সেখানে ক্লিক করুন।
.
৫/ লগিন সঠিকভাবে করে থাকলে
এরপর একটি পেজ আসবে, মাঝখানে
কিছু সবুজ কালারের হাবি-জাবি লেখা
আছে সেগুলো কপি করুন। নিচে তা
পেষ্ট করুন সাবমিট করুন।
.
৬/ অন্য ব্রাউজার দিয়ে ফেসবুকে লগ
ইন করে দেখবেন আপনার ফলোয়ার
বাড়ছে।
.
না বুঝলে কমেন্ট করুন।

No comments

Featured Post

ঘুরে আসবেন নাকি ডার্ক ওয়েবসাইটের জগতে? এই যে ডার্ক সাইট নিয়ে কতোকথা তাতে আপনার মনে কি ইচ্ছা জাগে না? আবার ঐ যে ব্লু হোয়েল নাকি ডার্ক সাইটে ...

Powered by Blogger.